নন্দীগ্রামে বৈশাখী মেলার উদ্বোধন করলেন সাবেক এমপি মোশারাফ

এফএনএস (মোঃ ফিরোজ কামাল ফারুক; নন্দীগ্রাম,বগুড়া) : | প্রকাশ: ১৫ এপ্রিল, ২০২৫, ০৭:০৯ পিএম
নন্দীগ্রামে  বৈশাখী মেলার উদ্বোধন করলেন সাবেক এমপি মোশারাফ

পহেলা বৈশাখ মানেই আবহমান গ্রাম বাংলার চিরচেনা ঐতিহ্য। শহরের পাশাপাশি প্রত্যন্ত  গ্রাম গুলোতেও উৎসব মুখোর ভাবে পালিত হয় এই দিনটি। পহেলা বৈশাখকে কেন্দ্র করে নন্দীগ্রাম উপজেলার কয়েকটি গ্রামে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার উপজেলার নিমাইদীঘি ও পাঠান হাইস্কুল মাঠে বৈশাখী মেলার উদ্বোধন করেন সাবেক এমপি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন।

পাঠান বৈশাখী মেলা কমিটির সভাপতি মেহেরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে