রাজবাড়ীর বালিয়াকান্দিতে এসএসসি-সমমান পরীক্ষার্থীদের জন্য ছাত্রদলের উদ্যোগে হেল্পডেক্স স্থাপন করা হয়েছে। রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য খোন্দকার শফিউল আজম শিবলুর সার্বিক তত্বাবধানে দেশনায়ক তারেক রহমান ঘোষিত বিএনপির দেওয়া রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের কাজে অংশ নেওয়ার জন্য বালিয়াকান্দিতে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মঙ্গলবার সকালে পানি, স্যালাইন, কলম, পেন্সিল বিতরণ করেছে বালিয়াকান্দি উপজেলা ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, বালিয়াকান্দি সরকারি কলেজের ছাত্রনেতা স্পাশিয়া মিতা, বালিয়াকান্দি উপজেলা ছাত্রদলের ছাত্রনেতা এস এম সম্রাট, বালিয়াকান্দি উপজেলা ছাত্রদলের নেতা মোঃ রক্তিম, উপজেলা ছাত্রনেতা মোঃ সাইফ, সরকারি কলেজ ছাত্রনেতা মোঃ রাব্বী শেখ, সদর ইউনিয়নের ছাত্রদলের ছাত্রনেতা সাকিব শেখ, সদর ইউনিয়ন ছাত্রনেতা নিহাদ শেখ, ছাত্রনেতা রইস শেখ বাবর, ছাত্রনেতা রুহুল আমিন, ছাত্রনেতা মীর ফাহিম সহ উপজেলা ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।