বরিশালে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৬ এপ্রিল, ২০২৫, ০২:৫৩ পিএম
বরিশালে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

 ছয় দফা দাবিতে বরিশাল কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বুধবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে বারোটা পর্যন্ত শহরের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটসহ সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্তর কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় সহস্রাধীক শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে এ রুটে চলাচল করা দুরপাল্লার পরিবহন এবং আন্তঃজেলা রুটের সবধরনের যানবাহন আটকা পরে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। কোতয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, প্রায় ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধের পর সেনাবাহিনীর হস্তক্ষেপে শিক্ষার্থীরা সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করেন।

বরিশাল পলিটেকনিকের শিক্ষার্থী শফিকুল আলম জানান, তাদের প্রতিষ্ঠানসহ দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মরত জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি দিয়ে সম্প্রতি হাইকোর্ট রায় দিয়েছেন। তারা এই রায় বাতিল চান। এ রায়ের বিরুদ্ধে ইতোমধ্যে আপিল করা হয়েছে।