বাবুগঞ্জে অবৈধ ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন করায় জরিমানা

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) :
| আপডেট: ১৬ এপ্রিল, ২০২৫, ০৩:৩৬ পিএম | প্রকাশ: ১৬ এপ্রিল, ২০২৫, ০৩:৩৫ পিএম
বাবুগঞ্জে অবৈধ ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন করায় জরিমানা

বরিশালের বাবুগঞ্জে একটি বরফকলে অবৈধ ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন করার কারণে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ১৬ এপ্রিল বুধবার উপজেলার মীরগঞ্জ বাজার এলাকায় ফ্রেশ আইসক্রিম কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।এই অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না।

জানা গেছে , বিএসটিআইএ’র অনুমোদন না নিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে আইসক্রিম-এমন অভিযোগের ভিত্তিতে ফ্রেশ আইসক্রিম কারখানায় অভিযান চালানো হয়। 


এসময় বরফকলে অবৈধভাবে আইসক্রিম উৎপাদন; স্যাকারিন, অননুমোদিত রং এবং ক্যামিক্যাল ব্যবহার এবং ভুয়া লেবেল/প্যাকেট ব্যবহার করে জনগণকে প্রতারিত করার অপরাধে একটি মামলায় ১ জনকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং উৎপাদিত আনুমানিক ১৩ হাজার পিস আইসক্রিম বিনষ্ট করা হয়েছে। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের উপকরণ ব্যবহারের মাধ্যমে তৈরি হচ্ছিল এসব আইসক্রিম। প্রতিষ্ঠানটির কোন বিএসটিআইএ’র অনুমোদন ছিল না। প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করে তাদের কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে।

অভিযান পরিচালনাকালে স্যানিটারি ইন্সপেক্টর  শেখ মোহাম্মদ জাকির হোসাইন এবং বাবুগঞ্জ  থানার একটি পুলিশ টিম সার্বিক সহায়তা প্রদান করেন। উপজেলা প্রশাসন বাবুগঞ্জ কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) কামরুন নাহার তামান্না।

আপনার জেলার সংবাদ পড়তে