ঈদগাঁওতে সড়ক দূর্ঘটনায় হতাহত ৩

এফএনএস (বলরাম দাশ অনুপম; কক্সবাজার) : : | প্রকাশ: ১৬ এপ্রিল, ২০২৫, ০৩:৪৪ পিএম
ঈদগাঁওতে সড়ক দূর্ঘটনায় হতাহত ৩

চট্রগ্রাম - কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও খোদাইবাড়ি ওয়াহেদের পাড়ায় সড়ক দূর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৮ টায় এ ঘটনা ঘটে বলে জানান মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ মেহেদি হাসান। মেহেদি হাসান বলেন, নিহত কিশোর শফি আলম ইসলামাবাদ ইউনিয়নের বামবাগান এলাকার মোহাম্মদ কালুর ছেলে।

স্থানীয়রা জানান, ফকিরা বাজার থেকে ঈদগাঁওগামী একটি টমটম, ভাঙারির ভ্যান ও মিনি শ্যামলী বাসের ত্রিমুখী সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। শ্যামলী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে টমটমকে ধাক্কা দিলে টমটম থেকে ছিটকে পড়ে যান যাত্রিরা। এসময় ঘটনাস্থলে নিহত হয় শফি আলম। আহত হয় আরো দু'জন মাদ্রাসা ছাত্রী।

মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ মেহেদি হাসান বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW