কয়রা সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা

এফএনএস (আয়শা সিদ্দকা; কচুয়া, বাগেরহাট) : | প্রকাশ: ১৬ এপ্রিল, ২০২৫, ০৩:৪৭ পিএম
কয়রা সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা

কয়রা সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার  (১৬ এপ্রিল ) বেলা ১১টায় জেজেএসের প্রস্তুতি প্রকল্পের সহযোগিতায় ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তৃতা করেন ইউপি সদস্য শেখ আবুল কালাম আজাদ, আবু হুরাইরা খোকন, শেখ সোহরাব হোসেন, হরেন্দ্রনাথ সরকার, মিজানুর রহমান কোহিনুর, সরদার নাজমুছ সাদাত, এস এম শফিকুল ইসলাম, মাসুম বিল্লাহ, মুর্শিদা খাতুন, সেলিনা আক্তার লাইলি, জেজেএসের প্রস্তুতি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার অশোক কুমার দাস, এপিও এস এম এ মজিদ, কমিটির সদস্য মিজানুর রহমান লিটন, মাষ্টার বিএম আঃ রাজ্জাক, সমাজসেবক মুনছুর রহমান সানা, ননী গোপাল মজুমদার, মোল্যা মনিরুজ্জামান মনি, আশিকুজ্জামান প্রমুখ। সভায় দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি ও করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। কমিটির সদস্যরা দুর্যোগকালীন কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্ব দেন এবং বিভিন্ন বাস্তবমুখী পরিকল্পনা উপস্থাপন করেন। ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে