কক্সবাজারে প্রগতি লাইফ ইন্স্যুেরন্স এর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

এফএনএস (সোয়েব সাঈদ; রামু, কক্সবাজার) : : | প্রকাশ: ১৬ এপ্রিল, ২০২৫, ০৬:৪৫ পিএম
কক্সবাজারে প্রগতি লাইফ ইন্স্যুেরন্স এর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রগতি লাইফ ইন্স্যুেরন্স পিএলসি এর বার্ষিক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বুধবার, ১৬ এপ্রিল কক্সবাজারের হোটেল সী প্যালেসে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান দেশের বিশিষ্ট শিল্পপতি, দানবীর, শিক্ষা অনুরাগী ও কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান। সম্মেলনে সভাপতিত্ব করেন বীমা সেবায় স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতার রূপকার, বিশিষ্ট বীমা বিশেষজ্ঞ এবং কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ জালালুল আজিম ।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক মাহমুদ এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল আলম ভূঁইয়া সহ সকল প্রকল্প প্রধানগন । সারাদেশ থেকে সফল উন্নয়ন কর্মকর্তারা এই সম্মেলনে যোগ দেন।

সম্মেলনের শুরুতে, কোম্পানির চেয়ারম্যান খলিলুর রহমান প্রগতি লাইফ ইন্স্যুেরন্স -এর প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রজত জয়ন্তী পালনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে লোগো উম্মোচনের মাধ্যমে ও কেক কেটে উদ্বোধন করেন।

উল্লেখ্য গত ২৫ বছরে প্রগতি লাইফ ইন্স্যুেরন্স প্রতিটি ক্ষেত্রে অনন্য সাফল্য অর্জন করেছে। সম্মেলনে উপস্থিত সকলে আশাবাদ ব্যক্ত করেন, কোম্পানির চেয়ারম্যান খলিলুর রহমান এর দূরদর্শী দিক-নির্দেশনায় এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ জালালুল আজিম এর দক্ষ ব্যবস্থাপনা ও সুদৃঢ় নেতৃত্বে আগামী দিনগুলোতে প্রগতি লাইফ ইন্স্যুেরন্স সর্বক্ষেত্রে অসামান্য সাফল্য অর্জন করবে এবং দেশের জাতীয় অর্থনীতিতে। 

অনন্য ভূমিকা রাখতে সক্ষম হবে। পাশাপাশি দক্ষ মুখ্য নির্বাহী কর্মকর্তার বলিষ্ঠ নেতৃত্বে অচিরেই প্রগতি লাইফ দেশের শীর্ষ স্থানীয় কোম্পানীতে পরিনত হবে। সম্মেলনে ২০২৪ সালের সেরা উন্নয়ন কর্মকর্তাদের পুরষ্কার প্রদান করা হয়। সম্মেলনে ২০২৪ সালের ব্যবসা পর্যালোচনা করা হয় এবং ২০২৫ইং ব্যবসা বর্ষের নির্ধারিত লক্ষ্য ও তা অর্জনের বিভিন্ন দিক আলোচনা করা হয়। ব্যবসায় সাফল্য অর্জনের ও সর্বোত্তম গ্রাহক সেবা প্রদানের উপর গুরুত্ব আরোপ করা হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে