ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী জুলাই মাসে নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনকে সময়োপযোগী, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু করার লক্ষ্যে এই রোডম্যাপ নির্ধারণ করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
বুধবার (১৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার জানান, “তফসিল ঘোষণার আগ পর্যন্ত যেসব তরুণের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। তবে এ সংক্রান্ত আইনি কাঠামো বিদ্যমান নেই, এজন্য আইন পর্যালোচনা করে সংশোধনের প্রয়োজন হবে। এটি দেশের নির্বাচন ব্যবস্থায় একটি নতুন দৃষ্টান্ত হবে।”
আনোয়ারুল ইসলাম আরও জানান, চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। “আমাদের লক্ষ্যমাত্রা ছিল ৬১ লাখ ৮৮ হাজার ভোটার নিবন্ধন। সেখানে মোট ৬৩ লাখ নাগরিককে তালিকাভুক্ত করা হয়েছে—এর মধ্যে বাদ পড়া ভোটার ৪৩ লাখের বেশি এবং নতুন ভোটার প্রায় ২০ লাখ। জুন মাসের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।”
তিনি বলেন, “নির্বাচনের আগে যারা ১৮ বছরে পদার্পণ করবে, তাদের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করতে কমিশন সর্বোচ্চ চেষ্টা চালাবে, যেন তারা প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারে।”
নির্বাচনের অনুকূল পরিবেশ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, “আমি সম্প্রতি দেশের বেশ কয়েকটি জেলা পরিদর্শন করেছি। সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, তারা আরও প্রস্তুত হচ্ছেন। বাস্তবতাও বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো। আমরা নির্বাচনের স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে সবধরনের প্রস্তুতি নিচ্ছি।”
নির্বাচন কমিশন মনে করে, একটি স্বয়ংসম্পূর্ণ, নির্ভুল ও আপডেটেড ভোটার তালিকা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এজন্য ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহ এবং যাচাই-বাছাই করে ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে।