ধানমন্ডিতে প্রকাশ্যে চাঁদাবাজি, ভাইরাল আশরাফুল রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৬ এপ্রিল, ২০২৫, ০৭:৫৮ পিএম
ধানমন্ডিতে প্রকাশ্যে চাঁদাবাজি, ভাইরাল আশরাফুল রিমান্ডে

রাজধানী ধানমন্ডির জিগাতলা এলাকায় প্রকাশ্যে প্রাইভেটকার আরোহীদের কাছ থেকে চাঁদা আদায়—আর সেই দৃশ্যই ভিডিও হয়ে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মুহূর্তেই ভাইরাল হওয়া ভিডিওটি দেখে নড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। অবশেষে সেই চাঁদাবাজ যুবক মো. আশরাফুল (২৩) আটক হয়ে এখন তিন দিনের রিমান্ডে।

বুধবার (১৬ এপ্রিল) তাকে ঢাকা মহানগর হাকিম এম এ আজহারুল ইসলামের আদালতে হাজির করে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে। তবে শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং জামিন আবেদন নামঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে ধানমন্ডি থানা পুলিশ তাকে জিগাতলা এলাকা থেকে আটক করে। পুলিশের ভাষ্য অনুযায়ী, আশরাফুল দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ চাঁদা আদায়ের সঙ্গে জড়িত ছিলেন।

ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা এক যুবক ধানমন্ডির একটি সড়কে পার্ক করা প্রাইভেটকারের কাছে গিয়ে চাঁদা দাবি করেন। গাড়ির ভেতরে থাকা ব্যক্তি প্রতিবাদ করলে যুবকটি আত্মবিশ্বাসভরা কণ্ঠে বলেন,

“হ করতাছি, কোনো সমস্যা?”

তখন পাশে বসা নারী আরোহী যুবকের নাম জানতে চাইলে সে উত্তর দেয়,

“নাম দিয়ে কী হবে?”

ভিডিওতে আরও দেখা যায়, গাড়ির ভেতর থেকে দৃশ্য ধারণ করার সময় ওই যুবক বলেন,

“চেহারাটা সুন্দর করে আইছে? একটা চুলও বাঁকা করতে পারবা না!”

চাঁদা আদায়ের পর সেই স্থান ত্যাগ করেন তিনি। তার এই ‘মাস্তানিসুলভ’ ভাষা এবং আত্মবিশ্বাসে ভরা হুমকির ভঙ্গি জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে।

ধানমন্ডি থানার এসআই ইমরান হোসেন বাদী হয়ে আশরাফুলের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির ৩৮৫ ও ৩৮৬ ধারায় মামলা করেন। জিজ্ঞাসাবাদে আশরাফুল ভিডিওতে দেখা ঘটনাসহ চাঁদাবাজির বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন, বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা।

জানা গেছে, আশরাফুলের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ এলাকায়। তবে তিনি ঢাকার হাজারীবাগ এলাকায় বসবাস করেন।

আপনার জেলার সংবাদ পড়তে