দিনাজপুরের কাহারোল উপজেলায় বুধবার সন্ধায় হোটেল সাহাদাতের ২য় তলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহারোল উপজেলা শাখার উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহারোল উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ তরিকুল ইসলাম। প্রধান অতিথী হিসাবে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের জামায়াত মনোনীত এম,পি প্রার্থী মোঃ মতিউর রহমান। মত বিনিময় কালে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে বীরগঞ্জ-কাহারোল আর অবহেলিত থাকবে না। এই আসনে আমি নির্বাচিত হলে চাঁদাবাজি, দখলদারিত্ব, এলাকার সাধারণ মানুষের হয়রানি, অন্যায়, জুলুম নির্মূল করা হবে। এছাড়াও কাহারোল উপজেলাকে পৌরসভায় রূপান্তরিত করা হবে এবং বিশেষ করে শিশু মৃত্যু রোধে একটি মা ও শিশু হাসপাতাল স্থাপন করা হবে। তিনি কাহারোল উপজেলার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে উপরোক্ত কথাগুলি বলেন। মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক মোঃ আব্দুল্লাহ, মোঃ আমিনুল ইসলাম ও মোঃ সাইফুল ইসলাম সহ বিভিন্ন সাংবাদিকগণ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বিশেষ অতিথী হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা উত্তর সভাপতি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ জাকিরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ আব্দুর রাজ্জাক, ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।