মুন্সীগঞ্জের গজারিয়া ক্রয়কৃত জমির উপরে ঘর ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসী। জায়গার মালিক শহীদুল্লাহ বলেন বৃহস্পতিবার সকাল ১১ টায় আমার ক্রয়কৃত জমির উপরে ঘর ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসী আমেজ আলী কয়েকজন লোক নিয়া আমার জায়গায় প্রবেশ করিয়া এলোপাথারি পাবে ঘরের চাল ও বেরা সিমেন্টের খাম্বা ভেঙ্গে ফেলে দেয় এবং আমাকে আমার স্ত্রী কে প্রান নাসের হুমকি দেয়।
গজারিয়ায় ভবেরচর ইউনিয়ন এর নয়া কান্দি গ্রামে মোঃ শহিদুল্লাহ ক্রয়কৃত জমির ২'৭০ শতাংশ জায়গা দখলে থাকা টিনের বেড়া ভেঙ্গে ফেলে আহমদ আলী ।
জানা যায় কৃষক শহীদুল্লাহ টাকা পয়সা জমিয়ে এইটুকু জায়গার উপর ঘর নির্মাণ করে ছেলেমেয়ে নিয়ে থাকার জন্য একই গ্রামের রাজ্জাকের কাছ থেকে জায়গাটুকু কিনেছিল এখন একই গ্রামের পার্শ্ববর্তী বাড়ির আলি আহমেদ গংগেরা জায়গা বাধা দেয়।