চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দেহ ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে বেলুনা নামে এক নারীর বাড়িসহ তার ছেলের বাড়িতে ভাংচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। বুধবার রাত ৮ টার পর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের আলমপুর গ্রামের ওই নারীর বাড়িতে এই ঘটনা ঘটে। পরে তার বাড়ি সংলগ্ন ছেলের বাড়িতে বিক্ষুব্ধ লোকজন একই ঘটনা ঘটায়। পরে পুলিশ ও ফায়ারসার্ভিস ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
এলাকাবাসী জানায় দীর্ঘদিন থেকে ওই নারী বাড়িতে দেহ ব্যবসা করে আসছিল।
স্থানীয়রা জানায়, ওই গ্রামে বেলুনা বেগম দীর্ঘদিন থেকে অনৈতিক কার্যকলাপের সঙ্গে জড়িত। এলাকাবাসীর কোন বাধা নিষেধ মেনে চলতেন না। তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অসামাজিক কার্যকলাপ চালিয়ে যেতেন। এরই প্রেক্ষিতে বুধবার রাতে বিক্ষুব্ধ লোকজন তার বাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। পরে উত্তেজিত জনতা পার্শ্ববর্তী তার ছেলের বাড়িতে একই ঘটনা ঘটায়।
গোমস্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা জানায়, খবর পেয়ে তারা ঘটনাস্থল উপস্থিত হয়। তারআগে পাশ্ববর্তী ভোলাহাট উপজেলার ফায়ারসার্ভিস স্টেশনের সহকর্মীরা আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। পরে তাদের সঙ্গে যোগ হয়ে পুরো আগুন নেভাতে সক্ষম হন।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দীন বলেন, রাতেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। কোন হতাহতের কোন ঘটনা ঘটেনি। তবে ওই ইউনিয়নে লোকজন ক্ষিপ্ত হয়ে এই ঘটনা ঘটিয়েছে বলে তিনি জানান।