মুন্সীগঞ্জের গজারিয়ায় বৈশাখের প্রথম ঝড়েই উড়ে গেল প্রত্যন্ত চরবলাকি উচ্চ বিদ্যালয়ের টিনের চাল, ক্ষতিগ্রস্ত বিদ্যালয়টির দ্রুত সংস্কার চান ছাত্র/ছাত্রী ও এলাকাবাসী।
বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার হোসেন্দী ইউনিয়ন এর মেঘনা নদী বেষ্টিত চরবলাকিতে কাল বৈশাখী ঝড়ে টিনের এই বিদ্যালয়টি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। যার ফলে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ছাত্র/ছাত্রী'রা বিদ্যালয়ে আসলেও ক্লাস নেওয়া সম্ভব হয়নি। শিক্ষার্থীরা স্কুলে এসে আবার বাড়িতে ফিরে যায়। ২০১৫ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে প্রায় তিনশত ছাত্র/ছাত্রী ও ৯জন শিক্ষক/শিক্ষিকা রয়েছেন।
সৌদি রাষ্ট্রদূতকে আদালতে মেঘনার স্বামী দাবি সৌদি রাষ্ট্রদূতকে আদালতে মেঘনার স্বামী দাবি ফিরে যাওয়া শিক্ষার্থীদের মাঝে ৭ম শ্রেনীর ছাত্র আল আমিন বলেন, স্কুলের টিনের চাল উড়ে যাওয়ায় আমাদের ক্লাস বন্ধ, আমরা খুব তাড়াতাড়ি স্কুলে ফিরতে চাই।
দশম শ্রেণীর শিক্ষার্থী তাহমিনা আক্তার বলেন, ঝড়ের দিন এলেই আমরা আতংকে ক্লাস করি, টিনের চাল আর বেড়া দিয়ে পানি পড়ে,আমরা একটি সুন্দর বিদ্যালয় চাই।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মো. জালাল উদ্দিন বলেন, বেসরকারি এই প্রতিষ্ঠানটির জন্য সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের সহযোগিতা চাই, বিদ্যালয়ে শিক্ষার সুন্দর পরিবেশের জন্য আমাদের চেষ্টার কোন কমতি নাই।