দীর্ঘ এক মাসের অবকাশ ও ঈদের ছুটির পর আবারও সচল হচ্ছে দেশের সর্বোচ্চ আদালত। আগামী রোববার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে পুনর্গঠিত ৪৮টি বেঞ্চ বিচারকাজ শুরু করবে। ইতোমধ্যে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নির্দেশে এই বেঞ্চ পুনর্গঠনের আদেশ জারি করা হয়েছে এবং তা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
প্রধান বিচারপতির এই আদেশ অনুযায়ী, ৪৮টি বেঞ্চের মধ্যে রয়েছে ৩০টি দ্বৈত বেঞ্চ এবং ১৮টি একক বেঞ্চ। এসব বেঞ্চে দেওয়ানি, ফৌজদারি, রিট ও ডেথ রেফারেন্সসহ নানা ধরনের মামলা নিষ্পত্তি হবে।
পুনর্গঠিত ৩০টি দ্বৈত বেঞ্চের মধ্যে ১১টি ফৌজদারি মামলার জন্য নির্ধারিত হয়েছে। এর মধ্যে চারটি বেঞ্চে মৃত্যুদণ্ডের রায় অনুমোদনের (ডেথ রেফারেন্স) কাজ চলবে। দেওয়ানি মামলার জন্য গঠিত হয়েছে ৭টি দ্বৈত বেঞ্চ এবং রিট মামলা পরিচালনার জন্য দায়িত্ব পেয়েছে ১০টি বেঞ্চ।
এছাড়া ১৮টি একক বেঞ্চে বিচারপতিরা ব্যক্তিগতভাবে দেওয়ানি ও ফৌজদারি মামলা শুনানি ও নিষ্পত্তি করবেন।
ফৌজদারি মামলার বেঞ্চে দায়িত্বপ্রাপ্ত বিচারপতিরা হলেন— জে বি এম হাসান ও বিচারপতি ফয়েজ আহমেদ; মোহাম্মদ উল্লাহ ও মো. তৌফিক ইনাম; আবু তাহের মো. সাইফুর রহমান ও কাজী এবাদত হোসেন; এ এস এম আব্দুল মোবিন ও কে এম রাশেদুজ্জামান রাজা; মো. মোস্তাফিজুর রহমান ও মো. সগীর হোসেন; মো. কামরুল হোসেন মোল্লা ও সৈয়দ এনায়েত হোসেন; মো. আতোয়ার রহমান ও মো. আলী রেজা; মোহাম্মদ আলী ও শেখ তাহসিন আলী; কে এম হাফিজুল আলম ও মো. আব্দুল মান্নান; মুহম্মদ মাহবুব-উল ইসলাম ও মো. হামিদুর রহমান এবং মো. জাকির হোসেন ও সৈয়দ জাহেদ মনসুর।
দেওয়ানি মামলার বিচারকরা হলেন— শেখ আবদুল আউয়াল ও মো. মনসুর আলম; শেখ মো. জাকির হোসেন ও মোহাম্মদ শওকত আলী চৌধুরী; গোবিন্দ চন্দ্র ঠাকুর ও মো. যাবিদ হোসেন; মো. নজরুল ইসলাম তালুকদার ও তামান্না রহমান খালিদী; মো. মজিবুর রহমান মিয়া ও মো. বশির উল্লাহ; ভীষ্মদেব চক্রবর্তী ও এ কে এম জহিরুল হক এবং মো. ইকবাল কবির ও মো. রিয়াজ উদ্দিন খান।
রিট মামলা পরিচালনায় নিয়োজিত বিচারপতিরা হলেন— মো. রেজাউল হাসান ও বিশ্বজিৎ দেবনাথ; মো. হাবিবুল গনি ও সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন; মো. আকরাম হোসেন চৌধুরী ও দেবাশীষ রায় চৌধুরী; মো. জাহাঙ্গীর হোসেন ও ইউসুফ আব্দুল্লাহ সুমন; রাজিক আল জলিল ও সাথীকা হোসেন; ফাতেমা নজীব ও শিকদার মাহমুদুর রাজী; সরদার মো. রাশেদ জাহাঙ্গীর ও কাজী ওয়ালিউল ইসলাম; শশাঙ্ক শেখর সরকার ও কে এম জাহিদ সারওয়ার; কাজী জিনাত হক ও আইনুন নাহার সিদ্দিকা; ফাহমিদা কাদের ও মুবিনা আসাফ।
ডেথ রেফারেন্স সংক্রান্ত বেঞ্চে আছেন— মোস্তফা জামান ইসলাম ও নাসরিন আক্তার; মহি উদ্দিন শামীম ও কে এম ইমরুল কায়েশ; মো. আতোয়ার রহমান ও মো. আলী রেজা; এবং কে এম হাফিজুল আলম ও মো. আব্দুল মান্নান।
একক বেঞ্চের দায়িত্বপ্রাপ্ত বিচারপতির তালিকায় রয়েছেন— মো. রুহুল কুদ্দুস, আবদুর রব, মো. খসরুজ্জামান, ফরিদ আহমেদ, কে এম কামরুল কাদের, মাহমুদুল হক, জাফর আহমেদ, কাজী মো. ইজারুল হক আকন্দ, খিজির আহমেদ চৌধুরী, মো. সেলিম, মো. সোহরাওয়ারদী, এস এম কুদ্দুস জামান, মো. খায়রুল আলম, আহমেদ সোহেল, মো. মাহমুদ হাসান তালুকদার, মো. আতাবুল্লাহ, মো. বজলুর রহমান এবং এ কে এম রবিউল হাসান।
উল্লেখ্য, গত ২০ মার্চ থেকে সুপ্রিম কোর্টে অবকাশ শুরু হয়েছিল, যা শেষ হচ্ছে এই শনিবার। তবে ছুটির মধ্যেও কিছু বেঞ্চে বিচারকাজ আংশিকভাবে চলমান ছিল।
এখন সুপ্রিম কোর্টে পূর্ণাঙ্গ বেঞ্চের কার্যক্রম শুরু হওয়ায় বিচারপ্রার্থীদের প্রত্যাশা বেড়েছে। আদালতের স্বাভাবিক কার্যক্রম আবারও পুরোদমে চালু হবে, যা বিচারপ্রার্থীদের ন্যায়বিচার প্রাপ্তির প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করবে বলে আশা করা হচ্ছে।