কাল থেকে চট্টগ্রাম জেলায় শুরু হচ্ছে কনস্টেবল নিয়োগ কার্যক্রম

এফএনএস (মোহাম্মদ বেলাল হোছাইন; সাতকানিয়া, চট্টগ্রাম) : | প্রকাশ: ১৮ এপ্রিল, ২০২৫, ০৬:৩৪ পিএম
কাল থেকে চট্টগ্রাম জেলায় শুরু হচ্ছে কনস্টেবল নিয়োগ কার্যক্রম

আগামীকাল ১৯ এপ্রিল শনিবার হতে চট্টগ্রাম জেলায় পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু হচ্ছে। তিন দিন ব্যাপী এ কার্যক্রম চলবে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স মাঠে। শেষ হবে ২১ এপ্রিল সোমবার।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু জানান, কনস্টেবল নিয়োগ কার্যক্রমে কোনো ধরণের অনিয়ম বরদাশত করা হবে না। প্রার্থীর মেধা, যোগ্যতা এবং শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে জেলা পুলিশ চট্টগ্রাম বদ্ধপরিকর।

নিয়োগের যে কোন পর্যায়ে প্রতারক/ দালালের শরণাপন্ন না হওয়া এবং কোন প্রকার আর্থিক লেনদেন না করার জন্য বিশেষভাবে তিনি সবার প্রতি অনুরোধ করেছেন।

নিয়োগের যে কোন পর্যায়ে আর্থিক লেনদেন, অসদুপায় অবলম্বন এবং অবৈধ পদক্ষেপ গ্রহণ করলে সংশ্লিষ্ট প্রার্থী/প্রতারক/দালালদের প্রতি কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি হুশিয়ারী উচ্চারণ করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে