চাঁদপুর পুরাণ বাজারে গণকবরস্থানের উদ্বোধন করলেন শেখ ফরিদ আহমেদ মানিক

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ১৮ এপ্রিল, ২০২৫, ০৬:৫১ পিএম | প্রকাশ: ১৮ এপ্রিল, ২০২৫, ০৬:৫১ পিএম
চাঁদপুর পুরাণ বাজারে গণকবরস্থানের উদ্বোধন করলেন শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুর পুরাণ বাজার জামিয়া আরাবিয়া এমদাদিয়া (দাওরায়ে হাদীস) মাদরাসার নবগঠিত পরিচালনা পরিষদের পরিচিতি এবং ফিলিস্তিনে নির্যাতিত মুসলমানদের জন্য বিশেষ এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে(১৮ এপ্রিল ২০২৫) মাদ্রাসা মাঠে বিপুল সংখ্যক এলাকাবাসীর উপস্থিতিতে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর বিএনপির আহবায়ক আকতার হোসেন মাঝি,বিএনপি নেতা হাজী আজহার উদ্দিন মিয়া, মাদ্রাসার সভাপতি এই এলাকারই কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব শেখ হারুন-উর-রশীদের পক্ষে তার ছেলে আবু ইউসুফ ইমরান,মাদ্রাসা পরিচালনার নতুন কমিটির সাধারণ সম্পাদক হাজী শাহজালাল শেখ, শিল্পপতি ও প্রবাসী ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ আলী জিন্নাহ পাটোয়ারী,বিএনপি নেতা হাজী বেলায়েত হোসেন মাঝি প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মো. জাফর আহমদ। 

মাদ্রাসা সংশ্লিষ্ট বিশিষ্ট জন, শিক্ষক শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং এলাকাবাসী এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব শেখ হারুন-উর-রশীদের প্রতিষ্ঠিত তাঁর গ্রামের বাড়ি এলাকায় গণকবরস্থানের উদ্বোধন করা হয়। চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক গণকবর স্থানটি উদ্বোধন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে