সাত বছর কারাগারে থাকার পর হাজতি'র মৃত্যু

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৮ এপ্রিল, ২০২৫, ০৭:০২ পিএম
সাত বছর কারাগারে থাকার পর হাজতি'র মৃত্যু

সম্পত্তিগত বিরোধে হত্যা মামলার আসামি হয়ে চাঁদপুর জেলা কারাগারে সাত বছর কারাভোগ করাকালীন সময়ে আমান উল্লাহ নামে এক হাজতির মৃত্যু হয়েছে । শুক্রবার দুপুরে(১৮ এপ্রিল  ২০২৫) চাঁদপুর জেলা কারাগার থেকে গুরুতর অসুস্থ অবস্থায় আমান উল্লাহকে সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে মৃত ঘোষণা করে তবে হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে বলে জানায় ডাক্তার।

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়ন ছটাকি গ্রামের নজরুল আমিনের ছেলে আমান উল্লাহ।

সম্পত্তিগত বিরোধের ধরে ২০১৮ সালে তার সৎ চাচা হারুন বাদী হয়ে আমান উল্লাহকে আসামি করে হত্যা মামলা দায়ের করে।  সেই মামলায় দীর্ঘ সাত বছর জেলে থাকার পর অবশেষে তার  করুন মৃত্যু হয়। টাকার অভাবে জামিনে বের হতে পারেনি আমান উল্লাহ। তার বাবা নজরুল আমিন ভিক্ষাবৃত্তি করে ২ লক্ষ ৩০ হাজার টাকা জোগাড় করে বাদি হারুনকে দেয়। তারপরেও ছেলেকে জীবিত কারাগার থেকে বের করতে পারেনি।  এই ঘটনায় চাঁদপুর মডেল থানার পুলিশ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশের সুরতাল করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

এ সময় চাঁদপুর জেলা কারাগারের ডেপুটি জেলার জান্নাতুল ফেরদৌস জানান, কারাগারে অসুস্থ হওয়ার পর ৫৫ বছর বয়সী হাজতী আসামি নং ৫১৩৩ আমান উল্লাহকে সদর হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে