ভারতের মুসলমানদের উপর চলমান দমন-পীড়ন ও ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংসের প্রতিবাদে সিলেটের কোর্ট পয়েন্টে বিশাল গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর।
শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে আয়োজিত মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, ভারতের বর্তমান শাসনব্যবস্থা ব্রাহ্মণ্যবাদী ভাবধারায় পরিচালিত হয়ে ধর্মনিরপেক্ষতার নাম করে মুসলিমদের ওপর ভয়াবহ নিপীড়ন চালিয়ে যাচ্ছে। তারা দাবি করেন, ইতোমধ্যে ওয়াকফ সম্পত্তি বাতিলের অজুহাতে ভারতের প্রায় ১৮০টি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। বক্তারা অবিলম্বে এসব মাদ্রাসা পুনরায় চালু ও বাতিলকৃত সম্পত্তি সম্পর্কিত আইন প্রত্যাহারের আহ্বান জানান।
সমাবেশে আরও বলা হয়, ভারত যদি মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত না করে এবং বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক অপপ্রচার বন্ধ না করে, তাহলে এর চরম মূল্য দিতে হবে। বক্তারা ভারতকে সন্ত্রাসের মদদদাতা রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করে বলেন, মুসলমানদের অধিকার হরণ করলে আন্তর্জাতিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন জমিয়তের সিলেট মহানগর সভাপতি মাওলানা মুখলিছুর রহমান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী। বক্তব্য রাখেন হযরত শাহজালাল (র.) দরগা মসজিদের খতিব মাওলানা আসজাদ হোসাইন, মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী, এডভোকেট মোহাম্মদ আলীসহ মহানগর, জেলা ও বিভিন্ন ওয়ার্ডের শীর্ষস্থানীয় আলেম-ওলামা, আইনজীবী ও ছাত্রনেতারা।
গণমিছিল শুরুর আগে শরিফ আহমদ কুরআন তেলাওয়াত করেন এবং হাফিজ আব্দুল করিম দিলদার দলীয় সংগীত পরিবেশন করেন। বিক্ষোভ শেষে কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে এসে শেষ হয়। সমাপ্তি ঘোষণা করেন দরগা মসজিদের খতিব মাওলানা আসজাদ হোসাইন এক মুনাজাতের মাধ্যমে।