ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক অস্থায়ী চেয়ারম্যান সাজেদুল ইসলাম টানু মল্লিককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ৯ টার দিকে উপজেলার পার্বতীপুর বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল-মামুন জানান, জুলাই বিপ্লব আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদের অফিস ও বাড়ি ভাঙচুরসহ অগ্নিসংযোগ মামলার অন্যতম আসামি ছিলেন টানু মল্লিক। ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।