চট্টগ্রামের সীতাকুণ্ডে এবার পাষাণ স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন হয়েছে। উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের চারালকান্দি এলাকায় এই খুনের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল রাত ১১ টায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে পাষাণ স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর পেটের নাড়িভুঁড়ি বের হয়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।গত ১৭ এপ্রিল রাত ৩ টায় চিকিৎসাধীন অবস্থায় এই গৃহবধূ মৃত্যুবরণ করে। নিহতের আত্মীয় আরিফ জানান, স্বামী মাহমুদুল হক কবির (২২) পিতা আহমদ কবির এর গ্রামের বাড়ি রাজাখালি, পেকুয়া, কক্সবাজার। তিনি সুলতানা মন্দির জিপিএইচ কারখানায় শ্রমিকের চাকরি করতেন। অপরদিকে নিহত গৃহবধূ শীমা আক্তার (২৫) পিতা আইয়ুব খান গ্রামের বাড়ি সন্দ্বীপের দীর্ঘাপাড়া এলাকায়। তারা চারালকান্দি এলাকায় কাজী শহিদুল্লাহর ভাড়া ঘরে বসবাস করতেন। তিনি আরো বলেন, গত এক সপ্তাহ ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া- বিবাদ চলে আসছিল। গত ১৬ এপ্রিল রাতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদের একপর্যায়ে স্বামী তার স্ত্রীকে ছুরিকাঘাত করে পেটে নাড়িভুঁড়ি বের করে পালিয়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গত ১৭ এপ্রিল রাত ৩ টায় চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করেছে।
সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে। উল্লেখ্য সম্প্রতি সীতাকুণ্ডে বাড়বকুণ্ড ও মুরাদপুর এলাকায় পরপর তিনটি খুনের ঘটনায় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে।