মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের লস্করর্দী গ্রামে এক শ্রমিকের গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যার করার অভিযোগ উঠেছে। শনিবার (১৯ এপ্রিল) বেলা ১১ টায় আব্দুস সালাম মিয়ার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
একা জানা গেছে, লস্করদী গ্রামের মুদি দোকানদার আব্দুস সালাম মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিলেন তিনি। নিহত ব্যক্তি মো.জুয়েল (২৫) তার বাড়ি যশোর জেলার চৌগাছা উপজেলায় বলে জানা গেছে। তিনি হোসেন্দী অর্থনৈতিক অঞ্চলের সিটি গ্রুপে ইলেক্টিশিয়ান হিসাবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কিছুদিন ধরে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। পারিবারিক অশান্তি এবং আর্থিক সংকট তাকে মানসিকভাবে চাপে ফেলে দেয়।
এই তথ্যের সত্যতা নিশ্চিত করে গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো: আব্দুল্লাহ জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে লস্করর্দী গ্রামের বাসিন্দা আব্দুস সালাম মিয়ার বাড়ির ভাড়াটিয়া জুয়েলকে ব্যাচেলর বাসা থেকে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়। এই পুলিশ কর্মকর্তা আরো বলেন “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে তদন্ত শেষে নিশ্চিতভাবে বলা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।”