রাজারহাটে সড়ক দূর্ঘটনায় নিহত ১

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২৪, ১০:৫৯ পিএম
রাজারহাটে সড়ক দূর্ঘটনায় নিহত ১

মঙ্গলবার(১০ডিসেম্বর) বিকালে কুড়িগ্রামের রাজারহাটে সড়ক দূর্ঘটনায় এক মটরসাইকেল আরোহীর মমার্ন্তিক মৃত্যু হয়েছে। দূর্ঘটনার মৃত্যু যুবকের নাম রবীন্দ্রনাথ রায়(৩৫)। তিনি কুড়িগ্রাম জেলার সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের বেলগাছা গ্রামের মৃত টুলু রামের ছেলে। এলাকাবাসীরা জানান, মঙ্গলবার(১০ডিসেম্বর) সাড়ে ৪টার দিকে রবীন্দ্রনাথ ও তার শ্যালক রাজারহাট-তিস্তা সড়ক দিয়ে রংপুরের উদ্দ্যেশে যাচ্ছিল। পথিমধ্যে মন্ডলের বাজার নামক স্থানে বেপরোয়াভাবে আসা রাজারহাটগামী একটি পিকআপ ভ্যান মটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মটরসাইকেলটি পাকা রাস্তায় পড়ে গিয়ে চালক রবীন্দ্রনাথ (৩৫) ও তার শ্যালক অন্তর রায়(২১) গুরত্বর আহত হয়। এলাকাবাসীরা ছুটে এসে তাদের উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। কর্তব্যরত চিকিৎসক রবীন্দ্রনাথ রায়কে মৃত ঘোষনা করেন। অন্তর রায় ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘাতক পিকআপ ভ্যানটি পালিয়ে যায়। খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ রিপোর্ট রাত পৌনে ৯টায় লেখা পর্যন্ত লাশ হাসপাতালে পুলিশ সুরতহাল রিপোর্ট করছিলেন বলে রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান।। 

আপনার জেলার সংবাদ পড়তে