নেটফ্লিক্সে ১৫ মে মুক্তি পাচ্ছে চতুর্থ সিজন

নতুন চমক ও রোমাঞ্চ নিয়ে ফিরছে ‘লাভ, ডেথ + রোবটস’

এফএনএস বিনোদন | প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৫, ০৫:০৭ পিএম
নতুন চমক ও রোমাঞ্চ নিয়ে ফিরছে ‘লাভ, ডেথ + রোবটস’

নেটফ্লিক্সের বহুল প্রশংসিত ও জনপ্রিয় অ্যানিমেটেড অ্যান্থোলজি সিরিজ ‘লাভ, ডেথ + রোবটস’ আবারও পর্দায় ফিরছে। আগামী ১৫ মে মুক্তি পেতে যাচ্ছে সিরিজটির চতুর্থ সিজন, যেখানে থাকছে নতুন রূপে ১০টি রোমাঞ্চকর অ্যানিমেটেড শর্ট ফিল্ম।

সদ্য প্রকাশিত ট্রেলারেই মিলেছে নতুন মৌসুমের রোমাঞ্চের আভাস। পূর্ববর্তী সিজনগুলোর মতো এবারও থাকছে সাহসী ও দৃষ্টিনন্দন ভিজ্যুয়াল, চিন্তাশীল গল্প এবং ভিন্নধর্মী চরিত্রের সমাহার। ডাইনোসর গ্ল্যাডিয়েটর, ভবিষ্যদ্রষ্টা বিড়াল ও পাপেট রকস্টার — এমন অভিনব চরিত্রগুলো এবার চমকে দেবে দর্শকদের।

চতুর্থ সিজনের প্রযোজনায় রয়েছেন বিখ্যাত দুই নির্মাতা— ‘ডেডপুল’-খ্যাত টিম মিলার এবং ‘মাইন্ডহান্টার’-এর নির্মাতা ডেভিড ফিঞ্চার। পুরো সিজনের সুপারভাইজিং ডিরেক্টর হিসেবে আছেন ‘কুং ফু পান্ডা ২’-এর পরিচালক জেনিফার ইউ নেলসন, যিনি তার দৃষ্টিনন্দন ও গতিশীল নির্মাণশৈলীর জন্য সুপরিচিত।

২০১৯ সালে যাত্রা শুরু করা এই সিরিজটি ইতোমধ্যে ১৫টি এমি অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়ে ১৩টি পুরস্কার জিতেছে। সর্বশেষ মৌসুমে ‘জিবারো’ নামে একটি পর্বের জন্য ব্যাপক প্রশংসা কুড়ায় এবং পুরস্কারও জিতে নেয়।

‘লাভ, ডেথ + রোবটস’ সিরিজটি বরাবরই নিজের স্বতন্ত্র ঘরানা গড়ে তুলেছে যেখানে বিজ্ঞান কল্পকাহিনি, থ্রিলার, সাইকোলজিক্যাল হরর ও ডার্ক হিউমার একসঙ্গে মিশে যায়। প্রতিটি পর্বেই নতুন গল্প, নতুন জগত ও নতুন চরিত্র উপস্থাপন করা হয় – যা দর্শকদের বিস্মিত করে ও ভাবায়।

পূর্ববর্তী মৌসুমে সিরিজটিতে কণ্ঠ দিয়েছেন হলিউডের পরিচিত মুখ মেরি এলিজাবেথ উইনস্টেড এবং জোয়েল ম্যাকহেল–এর মতো তারকারা। নতুন মৌসুমেও থাকবে চমকপ্রদ কণ্ঠ ও চরিত্রের সমাহার।

এমন বহুমাত্রিক, গভীর এবং ভিজ্যুয়াল আর্টে পরিপূর্ণ সিরিজের প্রত্যেকটি পর্ব যেন এক একটি শিল্পকর্ম। নতুন সিজনের ১০টি শর্ট ফিল্ম নিয়ে এখনই ভক্তরা আলোচনায় মেতে উঠেছেন। প্রযুক্তি, ভবিষ্যতের কল্পনা, এবং মানসিক জটিলতা—সব মিলিয়ে এক আকর্ষণীয় অভিজ্ঞতা অপেক্ষা করছে দর্শকদের জন্য।

আপনার জেলার সংবাদ পড়তে