সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের নামে একটি স্ট্যান্ড নির্মাণ করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর তত্ত্বাবধানে নির্মিত এই স্ট্যান্ডটি শুধু দর্শকদের বসার সুবিধাই নয়, বরং শহীদ তুরাবের স্মরণে বিভিন্ন মানবিক উদ্যোগও অন্তর্ভুক্ত করেছে। যা তুরাবের মানবিক চেতনাকে স্মরণ করেই যুক্ত করা হয়েছে।
২০২৪ সালের ১৯ জুলাই জুলাই গনঅভ্যুত্থান (কোটা সংস্কার আন্দোলন) চলাকালে সিলেটের বন্দরবাজার এলাকায় কর্তব্যরত দায়িত্বরত পালনকালে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক এটিএম তুরাব। তিনি বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির সদস্য ছিলেন। তুরাবের মৃত্যুর পর সিলেটের সাংবাদিক সমাজ তার স্মরণে স্টেডিয়ামে একটি গ্যালারির নামকরণের দাবি জানায়। ২০২৫ সালের জানুয়ারিতে বিপিজেএ সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বিসিবি সভাপতির কাছে স্মারকলিপি প্রদান করেন, যেখানে তুরাবের নামে গ্যালারির নামকরণের দাবি জানানো হয় ।
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের নামে স্ট্যান্ড নির্মাণের মাধ্যমে তার স্মৃতিকে সম্মান জানানো হয়েছে এবং এটি সিলেটের সাংবাদিক সমাজের একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি ২০০৭ সালে নির্মিত হয় এবং ২০১৩ সালে এর ধারণক্ষমতা ২২,০০০-এ উন্নীত করা হয়। সবুজ পাহাড়-টিলা আর নয়নাভিরাম চা বাগানের মনোরম পরিবেশ বেষ্টিত এই স্টেডিয়ামটি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বল্প দূরত্বে অবস্থিত ।