ক্ষেতলালে আ’লীগের ‘গোপন ষড়যন্ত্রের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

এফএনএস (মোঃ হাসান আলী মন্ডল; ক্ষেতলাল, জয়পুর হাট) : : | প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৫, ০৫:৪০ পিএম
ক্ষেতলালে আ’লীগের ‘গোপন ষড়যন্ত্রের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশের মাটিতে বসে ইন্ডিয়ান ফর্মুলা বাস্তবায়নে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও দেশের আইন শৃঙ্খলা ভেঙ্গে ফেলার ষড়যন্ত্র এবং দ্রুত বিচার ও আওয়ামীলিগের অপরাজনীতি নিষিদ্ধে গণজাগরণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় ক্ষেতলাল উপজেলা পৌর বিএনপির আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও উত্তর অঞ্চল জাতীয়তাবাদী ফোরামের সাংগঠনিক সম্পাদক আব্বাস আলীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল মোড়ে এসে সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য দেন মামুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফখরুজ্জামান চৌধুরী রুমি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ক্ষেতলাল উপজেলা সাংগঠনিক সম্পাদক পূজা উদযাপন কমিটি পলাশ বর্মন, মামুদপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম তৌফিক। ইউনিয়ান ওয়াড বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক বাজিত ইসলাম খোকা। ছাত্রনেতা সাহাদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বিক্ষোভে অংশ নেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW