জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে ‘নতুন’ কিছু দেখানোর আশ্বাস বাংলাদেশ অধিনায়কের

শান্তর কণ্ঠে টেস্ট ক্রিকেটে নতুন পথচলার বার্তা

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৫, ০৬:৩১ পিএম
শান্তর কণ্ঠে টেস্ট ক্রিকেটে নতুন পথচলার বার্তা

দীর্ঘ এক বছর ধরে বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্বে থাকা নাজমুল হোসেন শান্ত যেন আজকাল সংবাদ সম্মেলনের নিয়মিত মুখ। তবে এবারের উপস্থিতি একটু ভিন্নরকম। নেতৃত্ব ধরে রাখার বিষয়ে অনিশ্চয়তা, পরিবর্তনের ইঙ্গিত আর 'নতুন কিছু দেখার' আশ্বাস—সব মিলিয়ে শান্তর কণ্ঠে ভেসে এল এক নতুন পথচলার বার্তা।

রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই টেস্টের সিরিজ। প্রায় চার বছর পর দুই দলের মধ্যকার এই টেস্ট লড়াইয়ের আগে সংবাদ সম্মেলনে শান্তর বক্তব্য ছিল স্পষ্ট, আত্মবিশ্বাসী ও ভবিষ্যতমুখী।

সংবাদ সম্মেলনের শুরুতেই শান্ত জানালেন টেস্ট সংস্কৃতি না গড়ে ওঠার হতাশা—

"এত বছর টেস্ট খেলার পরেও যখন এই সংস্কৃতি নিয়ে আলোচনা করতে হয়, এটা দুঃখজনক।"

তবে হতাশার মধ্যে আশার আলো দেখিয়েছেন অধিনায়ক। স্মরণ করিয়ে দিয়েছেন গত বছরের চারটি জয়ের কথা—পাকিস্তানে দুটি, ওয়েস্ট ইন্ডিজে একটি এবং নিউজিল্যান্ডকে হারানো ঐতিহাসিক সিলেট টেস্ট।

নতুন কোচের আগমনের পর বদলে যাচ্ছে চিন্তার ধারা, জানালেন শান্ত।

"কোচের নিজের কিছু পরিকল্পনা আছে, যেগুলো আমাদের সঙ্গে শেয়ার করেছেন। আমরা খেলোয়াড়রাও মত দিয়েছি। আশা করছি, এ বছর পাঁচ-ছয়টি টেস্টে নতুন কিছু দেখতে পাবেন ইনশাআল্লাহ।"

কী সেই ‘নতুন’? এই প্রশ্নে শান্ত স্পষ্ট করেন, জয়ের মানসিকতা নিয়েই মাঠে নামা হবে এবার। দলীয় স্বার্থে একসঙ্গে লড়াই করার প্রস্তুতি নিচ্ছে পুরো দল।

দুই দশকে খুব বেশি উন্নতি হয়নি বাংলাদেশের টেস্ট পারফরম্যান্সে, এ বাস্তবতা মেনেই শান্ত বললেন—

"এই জায়গায় পরিবর্তন দরকার। এই পরিবর্তনটাই আমাদের সামনে এগিয়ে নিতে পারে।"

শুধু কৌশল নয়, মনোভাবেও পরিবর্তন চাইছেন অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের সময় দলের আগ্রাসী শরীরী ভাষা ছিল তার উদাহরণ—

"২০ উইকেট নিতে হলে বোর্ডে রান রাখতে হবে, ব্যাটিং ইউনিটকে দায়িত্ব নিতে হবে। জেতার ক্ষুধা, শরীরী ভাষায় সেটা প্রতিফলিত হওয়া জরুরি।"

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষেই শান্তর অধিনায়কত্ব শেষ হওয়ার কথা থাকলেও, অন্তত এই সিরিজে তিনি থাকছেন বলে জানিয়েছেন নিজেই—

"এই সিরিজ পর্যন্তই আছি আপাতত।"

অর্থাৎ সিরিজের পারফরম্যান্সই হয়তো নির্ধারণ করে দেবে শান্তর ভবিষ্যৎ নেতৃত্বের ভাগ্য।

আপনার জেলার সংবাদ পড়তে