শরণখোলায় স্বামী পরিত্যক্তা নারীর বসত ঘর পুড়ে ছাই

এফএনএস (সাবেরা ঝর্ণা; শরণখোলা, বাগেরহাট) : | প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৫, ০৭:৪১ পিএম
শরণখোলায় স্বামী পরিত্যক্তা নারীর   বসত ঘর পুড়ে ছাই

শরণখোলায় স্বামী পরিত্যক্তা শিল্পী বেগমের  বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৮ এপ্রিল) দিবাগত মধ্যরাতে উপজেলার খুড়িয়াখালী গ্রামের চর এলাকায়। বৈদ্যুতিক সর্টশার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

গৃহকর্তা শিল্পী বেগম জানান, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে শুক্রবার রাতে   তিনিসহ একটি মেয়ে ঘরে ঘুমিয়ে পড়েন। মধ্য রাতের পরে আগুনের গরম পেয়ে তাদের ঘুম ভাঙ্গে। আগুনের লেলিহান শিখা দেখে প্রতিবেশীরা ছুটে এলেও আগুন নিভাতে পারেনি। শেষ মুহুর্তে শরণখোলা  ফায়ার সার্ভিস সদস্যরা এসে ঘরে পানি ছিটায় কিন্তু তার আগে ঘরটি প্রায় সম্পূর্নই পুড়ে যায়।

 স্থানীয় ইউপি সদস্য বাচ্চু মুন্সী জানান, শিল্পী নামের ওই নারী ২৫ বছর ধরে গার্মেন্টসে চাকুরি করে অনেক কস্ট করে একটি টিনের ঘর তুলেছিলেন । আগুনে ঘরে থাকা তার তিলে তিলে করা সঞ্চয়ের তিন লক্ষ টাকাও পুড়ে যায় । ঘরটি পুড়ে শিল্পী বেগমের সব কিছুই শেষ হয়ে গেছে। এ ব্যাপারে থানায় একটি জিডি করার পরামর্শ দেওয়া হয়েছে শিল্পীকে।

শরণখোলা ফায়ার সার্ভিস ষ্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেসফাকুল আলম বলেন, মধ্যরাতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায়। আগুন নির্বাপনের চেষ্টা করা হয়। তবে ততোক্ষনে ঘরের বেশীর ভাগই পুড়ে যায়।

আপনার জেলার সংবাদ পড়তে