কমলগঞ্জে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

এফএনএস (এস.কে.দাস; কমলগঞ্জ, মৌলভী বাজার) : | প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৫, ০৮:০৭ পিএম
কমলগঞ্জে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জে গাছ কাটার সময় উপর থেকে নিচে পড়ে মোতালেব মিয়া (৪০) নামে এক দিনমজুর শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনাটি ঘটে শনিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার রহিমপুর ইউনিয়নের দেবীপুর গ্রামে। নিহত মোতালেব মিয়া বাড়ি উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের বিক্রমকলস গ্রামে। 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শ্রমিকগাছ কাটার সময় অসাবধানতা  গাছ থেকে মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুন্সীবাজার ইউ,পি সদস্য সোহেল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে