বাগেরহাট পিরোজপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ১

এফএনএস (আয়শা সিদ্দকা; কচুয়া, বাগেরহাট) : | প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৫, ০১:১৮ পিএম
বাগেরহাট পিরোজপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ১

আজ সকাল (১৯/৪/২৫) ৮:৩০ মিনিটে বাগেরহাট পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের বালিয়াডাঙ্গা রাস্তার মাথায় মাছের ঘেরের সামনে পিরোজপুর থেকে আসার সুস্মিতা নামক গাড়িটি উক্ত স্থানে একটি গাড়ি ওভারটেক করতে গিয়ে সরাসরি ইজি বাইকের সামনে থেকে    চাপা দেয়। ইজি বাইকে থাকা যাত্রী এবং ড্রাইভার সহ তিন জন মারাত্মকভাবে আহত ও একজন নিহত । নিহত যুবকের নাম  সিয়াম গাজী (২১),আহতরা হলেন  তার পিতা মজিবর গাজী (৪৭),প্রতিবেশী রশিদ খান (৭৫)ও ড্রাইভার বাপ্পি (৩০)।তাদের সকলের বাড়ি রাড়িপাড়া ইউনিয়নের তেলিগাতী গ্রামে। তারা সবাই তাদের এক  নিকট আত্মীয়ের মৃত্যুর সংবাদে পিরোজপুরে যাচ্ছিল। এদের সবাইকে এম্বুলেন্সে করে দ্রুত মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। পথিমধ্যে সিয়াম নামের যুবকটি মারা যায়। মৃত্যুর সংবাদটি তার নিকট আত্মীয়ের কাছ থেকে নিশ্চিত হওয়া যায়। মজিবর গাজী ও বাপ্পির অবস্থা ও আশঙ্কাজন। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত তিনজন খুলনা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। 

এদিকে এক্সিডেন্ট এর পর গাড়িটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পথিমধ্যে সাইনবোর্ড বাজারে স্থানীয় জনতা গাড়িটির গতিপথ রোধ করলে, ভয়ে গাড়ির ড্রাইভার পার্থ দাস গাড়ি রেখে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায় গাড়ির ড্রাইভার নেশাগ্রস্থ ছিল তা না হলে এভাবে সজ্ঞানে একটি ইজিবাই চাপা দিতে পারে না।

আপনার জেলার সংবাদ পড়তে