৬ দফা দাবিতে সিলেটে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম, সিলেট) : | প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৫, ০২:০৭ পিএম
৬ দফা দাবিতে সিলেটে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ

কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও ন্যায্য দাবি বাস্তবায়নে ৬দফা দাবিতে সারা দেশের ন্যায় সিলেটেও মহাসমাবেশ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শনিবার (২০ এপ্রিল) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এ সমাবেশস্থলে সকাল থেকে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটসহ আশেপাশের বিভিন্ন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী ব্যানার, ফেস্টুন ও স্লোগান নিয়ে সমবেত হন।

সমাবেশে শিক্ষার্থীরা তাদের ৬ দফা দাবি তুলে ধরেন, যার মধ্যে রয়েছেÑ কারিগরি সেক্টরে অ-কারিগরি জনবল নিয়োগ বন্ধ, চার বছর মেয়াদি কোর্সের পূর্ণ স্বীকৃতি, বিতর্কিত ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের অপসারণ, শূন্য পদে দ্রুত নিয়োগ, নিয়োগ বিধিমালার সংস্কার এবং উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অগ্রাধিকার প্রদান।

সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিনিধি। তারা জানান, দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হয়ে আসছে দেশের কারিগরি শিক্ষাব্যবস্থা। তাই শিক্ষা, চাকরি ও পেশাগত স্বীকৃতির ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিতে এই আন্দোলন চালিয়ে যাবেন তারা।

এর পূর্বে সকাল ১১টার দিকে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এক মিছিল সহকারে নগরীর রিকাবি বাজার হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার আসে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আপনার জেলার সংবাদ পড়তে