ক্ষেতলালে ৩ দিন যাবৎ তৃতীয় শ্রেণীর ছাত্র নিখোঁজ, পরিবারের দাবী অপহরণ

এফএনএস (মোঃ হাসান আলী মন্ডল; ক্ষেতলাল, জয়পুর হাট) :
: | আপডেট: ২০ এপ্রিল, ২০২৫, ০২:১১ পিএম : | প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৫, ০২:১১ পিএম
ক্ষেতলালে ৩ দিন যাবৎ তৃতীয় শ্রেণীর ছাত্র নিখোঁজ, পরিবারের দাবী অপহরণ

জয়পুরহাটের ক্ষেতলালে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী তিনদিন যাবৎ নিখোঁজ রয়েছেন। পরিবারের অভিযোগ, একটি চক্র শিশুটিকে অপহরণ করেছে। নিখোঁজ রাফি খন্দকার (৮) উপজেলার আলমপুর ইউনিয়নের শাহলাপাড়া গ্রামের ইকবাল হোসেনের ছেলে ও নসিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল (শুক্রবার) বিকেল সাড়ে ৫টার দিকে খেলার কথা বলে রাফি বাড়ি থেকে বের হয়ে যায়। কালীতলা বাজার থেকে আলমপুর ইউনিয়ন পরিষদ রাস্তার শাহলাপাড়া মোড়ে মোশারফ হোসেনের দোকানের সামনে সন্ধ্যার আগমুহূর্তে ওই শিশুটিকে খেলতে দেখা গেলেও এরপর থেকে আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ছেলের সন্ধানে আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও পরিচিতদের বাড়িতে খোঁজাখুঁজির পরেও কোনো তথ্য না পেয়ে পরদিন ১৯ এপ্রিল ক্ষেতলাল থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেন রাফির বাবা ইকবাল হোসেন। তিনি বলেন, “আমার একমাত্র সন্তান নিখোঁজ হয়েছে। আমি সন্দেহ করছি, একটি চক্র আমার ছেলেকে অপহরণ করেছে।” 

এনিয়ে পরিবারের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। সন্তান নিখোঁজ হওয়ায় গোটা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দীপেন্দ্রনাথ সিং বলেন, “নিখোঁজ শিশুটিকে উদ্ধারের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW