গাইবান্ধার খোলাহাটিতে রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে মানববন্ধন

এফএনএস (মোঃ শামিম উল হক শাহিন; গাইবান্ধা) : | প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৫, ০৪:২৫ পিএম
গাইবান্ধার খোলাহাটিতে রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদরের বাধের মাথা (নতুন ব্রীজ) এলাকা থেকে কাউন্সিলের বাজার পর্যন্ত রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২০ এপ্রিল রবিবার সকাল ১১ টায় খোলাহাটি ইউনিয়নের নতুন ব্রীজের বাধের মাথায় এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ডাঃ মাইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক, মাহমুদুন্নবী টিটুল, জেলা বিএনপির সাবেক সভাপতি শেখ সামাদ আজাদ, খোলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুম হক্কানি, সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি জামিরুল ইসলাম খন্দকার।

এছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিগন সহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন দীর্ঘদিন ধরে বাধের মাথা থেকে কাউন্সিলের বাজার পর্যন্ত পাকা রাস্তা না হওয়ার ফলে জনদুর্ভোগ চরম আকারে ধারন করেছে।

বিশেষ করে বর্ষাকালে রাস্তাটি চলাচলে একেবারে অনুপযোগী হয়ে পরে। একজন গর্ভবতী মহিলা কে হাসপাতালে নিতে গেলে বিকল্প রাস্তা দিয়ে নিয়ে যেতে হয়। বক্তারা অতিদ্রুত রাস্তাটির টেন্ডার দিয়ে পাকা করনের জোর দাবি জানান। তা না হলে তারা কঠোর আন্দোলনে যাবার হুসিয়ারী দেন।

আপনার জেলার সংবাদ পড়তে