বৈরী আবহাওয়ায় দুশ্চিন্তায় কৃষক, নন্দীগ্রামে আগাম জাতের ধান কাটা শুরু

এফএনএস (মোঃ ফিরোজ কামাল ফারুক; নন্দীগ্রাম,বগুড়া) : | প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৫, ০৪:৪৪ পিএম
বৈরী আবহাওয়ায় দুশ্চিন্তায় কৃষক, নন্দীগ্রামে আগাম জাতের ধান কাটা শুরু

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় আগাম জাতের ইরি-বোরো ধান কাটা শুরু হয়েছে। মাঠজুড়ে পাকা ইরি-বোরো ধান। কেউ ধান কাটছেন, কেউ বাঁধছেন আঁটি। আর এর ফাঁকে কেউ গলা ছেড়ে গান গাইছে। গান গাইতে গাইতেই দ্রুতগতিতে কাটছে ধান। কৃষকের কাঁধে এখন ব্যস্ততা আর প্রত্যাশার ভার। তবে পুরোদমে ধান কাটা শুরু হতে আরও ১০-১৫ দিন সময় লাগতে পারে। এই আগাম জাতের ধান সাধারণত ১২০ থেকে ১৩০ দিনের মধ্যে পাকতে শুরু করে। অনেক কৃষকই দ্রুত বাজারে ধান তুলতে এবং ভালো দাম পেতে এই জাত বেছে নেন।

এই উপজেলার বেশির ভাগ জমিতে আগাম জাতের ধানের চাষ করা হয়েছে। কৃষকেরা মিনিকেট, ব্রি-ধান ৯০, বিনা-৭, বিনা-১৭ ও কাটারীভোগ আবাদ করেছেন। গড়ে বিঘাপ্রতি ধানের ফলন হচ্ছে ২০ থেকে ২২ মণ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর নন্দীগ্রামে প্রায় ১৯ হাজার ৮শ ৫২ হেক্টর জমিতে ইরি-বোর ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষাবাদ হয়েছে ১৯ হাজার ৭শ ৭০ হেক্টর জমিতে। এরমধ্যে আগাম জাতের ধান চাষ হয়েছে ১৮ হাজার ৫শ ৫৮ হেক্টও জমিতে। এবার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮১ হাজার ৪শ ৯০ মেট্রিকটন।

উপজেলার নন্দীগ্রাম সদর ইউনিয়নের কৈডালা গ্রামের আর্দশ কৃষক ও সাবেক প্রধান শিক্ষক মোবারক আলী বলেন, আমি ও আমার ভাই এ বছর ২৫ বিঘা জমিতে আগাম ধান লাগিয়েছি। এখনো পুরোপুরি ধান কাটার মৌসুম শুরু হয়নি, কিন্তু আমি আগাম জাতের ধানচাষাবাদ করায় আগেই ধান কেটে ঘরে তুলতে শুরু করেছি। ফলন ভালো হয়েছে, এখন বাজারে দামও ভালো। অল্প কয়েক দিনের মধ্য প্রায় সবার জমির ধান কাটা মাড়াই শুরু হবে। বাজারে বর্তমানে আগাম ধানের দাম প্রতি মণ ১৩০০ থেকে ১৩৫০ টাকা পর্যন্ত উঠেছে।

কৃষকেরা বলছেন, আগাম বিক্রির সুযোগ থাকায় তারা লাভের মুখ দেখতে পাচ্ছেন। কাঁচা ঘামে ভেজা কৃষকের মুখে এখন শুধু একটাই কথা ফসল ভালো হয়েছে, এবার দামটাও যেন ভালো থাকে। তবে আগাম জাতের ধান কাটা শুরু হলেও বৈরী আবহাওয়া কৃষকদের মাঝে উদ্বেগ সৃষ্টি করেছে। হঠাৎ করে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার করাণে ধানের ক্ষতি হওয়ার আশঙ্কায় পড়েছে তারা।

উপজেলার বুড়ইল ইউনিয়নের সিধইল গ্রামের কৃষক শাহজাহান আলী বলেন, গত দু’দিন ধরে আকাশ মেঘলা এবং বৃষ্টি ও ঝড়ো হাওয়ার করাণে ধান কাটতে সমস্যা হচ্ছে। হঠাৎ আবহাওয়া বৈরী হওয়ায় আমরা দুশ্চিন্তায় পরেছি।

নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিসার গাজীউল হক বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার বোরোর ফলন ভালো হয়েছে। কৃষকেরা ধানের বাজারমূল্যও ভালো পাচ্ছেন। তবে চলমান বৈরী আবহাওয়ার কারণে ধান কাটার সময়সূচিতে প্রভাব পরতে পারে। আমার কৃষকদের পাকা ধান দ্রুত কাটার জন্য পরামর্শ দিচ্ছি।

আপনার জেলার সংবাদ পড়তে