কটিয়াদীতে সমাজ সেবক সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

এফএনএস (মোঃ রফিকুল হায়দার টিটু; কটিয়াদী, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৫, ০৪:৫১ পিএম
কটিয়াদীতে সমাজ সেবক সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল আলম নাঈমকে (৩১) গ্রেপ্তার করেছে কটিয়াদী থানা পুলিশ। শনিবার রাত ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে কিশোরগঞ্জ থানায় প্রেরণ করা হয়। বদরুল আলম নাঈম সামাজিক সংগঠন রক্তদান সমিতির প্রধান সমন্বয়ক ও দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার কটিয়াদী উপজেলা প্রতিনিধি। সামাজিক কর্মকাণ্ডে ব্যাপক সুনামের কারণে সদ্য বিলুপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামের জসিম উদ্দিনের বড় ছেলে।  

জানা যায়, শনিবার রাত ১১ টার দিকে কটিয়াদী থেকে বাড়ি ফেরার পথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে বদরুল আলম নাঈমকে গ্রেপ্তার করে কটিয়াদী মডেল থানার পুলিশ। রাতেই তাকে কিশোরগঞ্জ মডেল থানায় প্রেরণ করা হয়।   কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম বলেন, কিশোরগঞ্জ থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনজার্চ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বিষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারের পর নাঈম নিজেই তার ফেসবুক আইডিতে লেখেন ‘কোন মামলা ছাড়াই আমাকে গ্রেপ্তার করা হলো, আল্লাহ ভরসা’। গ্রেপ্তারের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ব্যাপকভাবে নিন্দার বহিঃপ্রকাশ ঘটে। অবিলম্বের তার মুক্তির দাবী জানানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে