শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৫, ০৬:০৭ পিএম
শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ

শেরপুরে বিনামূল্যে খাদ্যবান্ধব কর্মসূচির (ভিজিএফ) প্রায় ২ হাজার ৮৭০ কেজি চাল জব্দ করেছে যৌথ বাহিনী। এ ঘটনায়  রোববার (২০ এপ্রিল) দুপুরে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এর আগে শনিবার রাতে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের হাতিআগলা গ্রামে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়। এ সময় তিনটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।

পুলিশ ও -’ানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় ব-্তায় ভর্তি বিনা মূল্যে বিতরণের প্রায় ১ হাজার কেজি চাল বহনকারী দুটি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করে তারা।

পরে অটোরিকশার চালকদের জিজ্ঞাসাবাদে একই ইউনিয়নের হাতিআগলায় সরকারি চালের ব-্তা পরিবর্তন করা হচ্ছে এমন তথ্য পেয়ে সেখানেও অভিযান চালায় যৌথ বাহিনীর অপর একটি দল। সেখানে সেনাবাহিনীর উপ-ি’তি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায় কয়েক যুবক। পরে সেখান থেকে ১ হাজার ৮৭০ কেজি চাল এবং সরকারি খাদ্যগুদামের খালি ব-্তা জব্দ করা হয়।

এ ঘটনায় রোববার দুপুরে সদর থানার উপপরিদর্শক (এসআই) বাবুল আহম্মেদ বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় পশ্চিম হাতিআগলা গ্রামের আব্দুল হকের ছেলে মো.শাহজাহান মিয়াসহ (৩৪) অজ্ঞাতনামা আরও দু-তিনজনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম জানান, হতদরিদ্র পরিবারের জন্য বরাদ্দকৃত চাল সরকারি পাটের ব-্তা পরিবর্তন করে প্লাস্টিকের ব-্তায় ভরে -’ানীয় বাজারে বিক্রির প্রক্রিয়া চলছিল। খবর পেয়ে যৌথ বাহিনীর অভিযানে ওই সব চাল জব্দ করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে