বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় ফরিদপুরের মধুখালীতে উপজেলা হলরুমে প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, ঝরেপড়ারোধ ও নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণে অংশীজনদের সাথে উপজেলায় কর্মরত প্রাথমিক শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সহকারি শিক্ষা অফিসার অধির কুমারের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারি কমিশনার(ভ’মি) মো. এরফানুর রহমান উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন সহকারি শিক্ষা অফিসার মহিউদ্দিন মিয়া, কানিজ ফাতেমা, কাজি রবিউল ইসলাম, প্রধান শিক্ষক মো. মৃধা রোকুনুজ্জামান, অলকা রানী, সাখায়ত হোসেন, রাবেয়া সুলতানা, সহকারি শিক্ষক রিফাত জাহান প্রমুখ। সভায় শিক্ষায় বিশেষ অবদান রাখায় ৬জন শিক্ষককে ক্রেস্ট দেওয়া হয়।