শহীদ তুরাবের আত্মত্যাগে ইতিহাস হয়ে থাকবে: বাবুল তালুকদার

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম, সিলেট) :
| আপডেট: ২০ এপ্রিল, ২০২৫, ০৭:৪০ পিএম | প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৫, ০৭:৪০ পিএম
শহীদ তুরাবের আত্মত্যাগে ইতিহাস হয়ে থাকবে: বাবুল তালুকদার

স্বৈরাচারবিরোধী আন্দোলনের এক মর্মান্তিক অধ্যায় হয়ে থাকা ফটো সাংবাদিক এটিএম তুরাবের আত্মত্যাগ আজও জাতিকে তাড়িত করে। তার রক্তে লেখা সেই প্রতিরোধের ইতিহাস নতুন প্রজন্মকে পথ দেখায়। এই ভাষাতেই বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাবুল তালুকদার শহীদ তুরাবকে স্মরণ করেন।

শনিবার (১ এপ্রিল) রাতে বিপিজেএ সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজিত এক প্রাণবন্ত আড্ডা ও চা-চক্রে রাগীব আলী ফটো গ্যালারির হলরুম ছিল আবেগে ও কৃতজ্ঞতায় পরিপূর্ণ। এদিন শহীদ ফটো সাংবাদিক তুরাবের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত ফটো সাংবাদিকেরা। বাবুল তালুকদার বলেন, “শহীদ এটিএম তুরাবের আত্মত্যাগ শুধু এক পেশাদার দায়বদ্ধতা নয়, এটি ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার পথে এক বলিষ্ঠ পদক্ষেপ। আমরা তাঁর রক্তঋণ কখনও শোধ করতে পারব না।”

তিনি জানান, সিলেটে ছাত্র-জনতার ন্যায্য দাবির পক্ষে দাঁড়িয়ে পেশাগত দায়িত্ব পালনকালে এটিএম তুরাবকে প্রকাশ্যে পুলিশ গুলি করে হত্যা করে। “স্বাধীনতার ইতিহাসে তাঁদের এই সাহসিকতা এক অনন্য উদাহরণ হয়ে থাকবে,”বলেন তিনি।

অনুষ্ঠানে বিপিজেএ’র পক্ষ থেকে বাবুল তালুকদারকে সম্মাননা স্মারক ও সংগঠনের নিয়মিত প্রকাশনা ‘লেন্স’ উপহার দেওয়া হয়। জবাবে তিনি নিজের লেখা ‘নো কমেন্টস’ বইটি উপহার হিসেবে অ্যাসোসিয়েশনের সদস্যদের হাতে তুলে দেন।

এসময় সিলেট বিভাগীয় কমিটির নেতাদের কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্তির দাবি তোলেন সিলেটের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম। এসব দাবির বিষয়ে বাবুল তালুকদার কেন্দ্রীয় পর্যায়ে আলোচনার আশ্বাস দেন।

সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ আলী এবং স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা। অংশ নেন সহ-সভাপতি হুমায়ুন কবির লিটন, সহ-সাধারণ সম্পাদক শাহীন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, সদস্য শেখ আশরাফুল আলম নাসির, মো. দুলাল হোসেন, শাহ কয়েস আহমদ, মামুন হাসান, নাজমুল কবির পাবেল, এএইচ আরিফ, এইচ এম শহীদুল ইসলাম, মামুন হোসেন, আব্দুল খালিকসহ অনেকে।

এটিএম তুরাবের নামে গ্যালারির নামকরণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যে সহযোগিতার হাত বাড়িয়েছে, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত ফটো সাংবাদিকরা। স্মারকলিপি প্রদানের পর বিসিবি কর্তৃপক্ষ এ বিষয়ে পদক্ষেপ নেয় এবং তারই ধারাবাহিকতায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একটি গ্যালারি শহীদ তুরাবের নামে নামকরণ করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই সিলেট নগরীর কোর্ট পয়েন্টে দায়িত্ব পালনের সময় পুলিশের গুলিতে নিহত হন বিপিজেএ সিলেট বিভাগের সদস্য এটিএম তুরাব। তাঁর এই আত্মত্যাগ শুধু একটি নাম নয়, একটি প্রতীক হয়ে উঠেছে স্বাধীন সাংবাদিকতার।

আপনার জেলার সংবাদ পড়তে