পাবনার ভাঙ্গুড়ায় 'গ্রামীণ কৃষকের উন্নয়ন'শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২০ এপ্রিল) সকালে উপজেলা মডেল মসজিদ সভাকক্ষে এ সেমিনার হয়। উপজেলা কৃষক দল অনুষ্ঠানটির আয়োজন করে। এতে উপজেলার ১৫৮ টি গ্রামের ৫০০ জন কৃষক অংশ গ্রহণ করেন।
উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন,ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক (অব.) মাহবুব উল আলম বাবলু, জেলা কৃষক দলের সভাপতি আবুল হাসেম, সাধারণ সম্পাদক আছাদুজ্জামান আসিফ, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নিক্সন, উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক সরদার জাফর ইকবাল হিরোক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ ভাঙ্গুড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোজাম্মেল হোসেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ভাঙ্গুড়া শাখার ব্যবস্থাপক আবিদ উল আলম প্রমুখ।
সেমিনারে প্রান্তিক পর্যায়ের কৃষকরা-মাঠ পর্যায়ে কৃষির উন্নয়ন ও কৃষকদের কৃষিকাজ সহজীকরণের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন দাবি পেশ করেন।অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন।