কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে তাহের মিয়া (৫০) নামের একজন কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সকাল সাতটার দিকে উপজেলার চরকাওনা মহিষাকান্দা এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত তাহের মিয়া চরকাওনা মহিষাকান্দা গ্রামের মরহুম সিরাজুল ইসলামের ছেলে। তিনি উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির সক্রিয় সদস্য ছিলেন এবং আমতলী বাজারে ঔষধের ব্যবসা করতেন।
জাঙ্গালিয়া ইয়নিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. শফিকুল ইসলাম জানান, সোমবার সকালে তাহের মিয়া সহ আরো দুইজন সবজি ক্ষেতে সবজি তুলার জন্য যান। এসময় আকাশ মেঘাচ্ছন্ন ছিল। হটাৎ ঝড় বৃষ্টি শুরু হলে ক্ষেতের পাশেই একটি সেচ মেশিনের ছাপড়া ঘরে অবস্থান নেয় তারা। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তাহের মিয়া। এ ছাড়াও আলামিন (৩৫) ও হেলাল উদ্দিন (৪০) নামে আরো দুইজন আহত হয়েছেন। তাঁরা একই এলাকার বাসিন্দা।
পাকুন্দিয়া স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান জানান, বজ্রপাতে আহত হয়ে দুই জন পাকুন্দিয়া হাসপাতালে ভর্তি হয়েছেন। তন্মধ্য হেলাল উদ্দিন কে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বজ্রপাতে একজন নিহত হওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন।