ছাত্রদল নেতা পারভেজ হত্যার বিচারের দাবিতে পাকুন্দিয়ায় মানববন্ধন

এফএনএস (রাজন সরকার; পাকুন্দিয়া, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২১ এপ্রিল, ২০২৫, ০৩:৪৬ পিএম
ছাত্রদল নেতা পারভেজ হত্যার বিচারের দাবিতে পাকুন্দিয়ায় মানববন্ধন

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মানববন্ধন করেছে ছাত্রদল। 

সোমবার (২১ এপ্রিল) সকালে পাকুন্দিয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে কলেজ গেইট সংলগ্ন বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. মাজহারুল হক উজ্জ্বল, পাকুন্দিয়া কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক নাজমুল হুদা ও সদস্য সচিব আরমান হোসেন, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোবারক হোসেন সাগর ও সদস্য সচিব মিজানুর রহমান ফেরদৌস প্রমুখসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

এ সময় বক্তারা বলেন, পারভেজ ছিল একজন মেধাবী শিক্ষার্থী ও ছাত্রদলের সক্রিয় কর্র্মী। তাকে হত্যার ভিডিও ফুটেজ রয়েছে। এর দায় কেউ এড়াতে পারে না। আমরা দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের মাধ্যমে বিচার সুনিশ্চিত করতে দাবি জানাচ্ছি।

আপনার জেলার সংবাদ পড়তে