রাজবাড়ীর বালিয়াকান্দিতে বজ্রপাতে কামাল শেখ (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বাঁধুলী খালকুলা গ্রামের সাঈদ শেখের ছেলে। এসময় তার ফুফাতো ভাই রাজু (২০) আহত হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বাঁধুলী খালকুলা গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, সকালে আকাশে মেঘ দেখে বাড়ী ফিরছিল। চন্দনা নদীর পাড়ে আসলে হঠাৎ করে বজ্রপাত হয়। এতে কামাল শেখ ও তার ফুফাতো ভাই রাজু আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মধুখালী হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক কামালকে মৃত ঘোষণা করেন। রাজুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।