শেরপুরে ‘ইস্টার সানডে’ উদযাপন

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ২১ এপ্রিল, ২০২৫, ০৫:৫০ পিএম
শেরপুরে ‘ইস্টার সানডে’ উদযাপন

শেরপুরের খ্রিস্টান সম্প্রদায় উদযাপন করছেন তাদের অন্যতম ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’। রোববার (২০ এপ্রিল) দিনব্যাপী পালিত হয়  ইস্টার  সানডের নানা অনুষ্ঠানমালা। শনিবার রাতে শেরপুরের প্রধানতম খ্রিস্টান ধর্মপল্লী ঝিনাইগাতী উপজেলার মরিময় নগর গির্জায় অনুষ্ঠিত হয় প্রার্থনা। রোববার সকালও শুরু হয় প্রার্থনার মধ্যে দিয়ে। নিজ সম্প্রদায় ও দেশের জন্য শান্তি ও সম্প্রীতি রক্ষার কথাও বলা হয় সে প্রার্থনায়।

মূলত খ্রিস্টান ধর্মালম্বীরা বিশ্বাস করেন, যিশুখ্রিস্ট মৃত্যুর তৃতীয় দিনে ফিরে আসেন। ফিরে আসা বা পুনরুত্থানের দিনটি রোববার থাকায় তা উদযাপিত হয় ইস্টার সানডে হিসেবে।

ইস্টার  সানডে উৎসবকে ঘিরে শেরপুরের গারো সম্প্রদায়ের খ্রিস্টান ধর্মাবলম্বীরা জেলার নালিতাবাড়ী উপজেলার বারোমারী খ্রিস্টান মিশন,  ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর সাধু জর্জ ধর্মপল্লী ও শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা ধর্মপল্লী সহ প্রায় অর্ধশত গির্জায় চলে উপাসনা ও নানা অনুষ্ঠানমালা।

আপনার জেলার সংবাদ পড়তে