পিরোজপুরের এক মামলায় তারেক রহমানকে অব্যাহতি

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০২৪, ০২:৩১ এএম
পিরোজপুরের এক মামলায় তারেক রহমানকে অব্যাহতি

পিরোজপুরের এক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে। শেখ মুজিবকে কটুক্তি করে জাতির মানহানি করা হয়েছে এমন অভিযোগের ওই মামলায় তারেক রহমানের বিরুদ্ধে চার্জ গঠনের কোন উপাদান না থাকায় পিরোজপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: হেলাল উদ্দিন মামলাটি আজ বুধবার দুপুরে খারিজ করে তারেক রহমানকে অব্যাহতি দিয়েছেন।  আদালত সূত্রে জানা গেছে, পিরোজপুর জেলা কৃষক লীগের সভাপতি অ্যাড. দেলোয়ার হোসেন বাদী হয়ে ২০১৪ সালের ২২ ডিসেম্বর পিরোজপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।  মামলায় আরজিতে তার অভিযোগ, তারেক রহমান ২০১৪ সালের ১৫ ডিসেম্বর ইস্ট লন্ডনের দ্য অট্রিয়াম ব্যাংকুইট হলে যুক্তরাজ্য বিএনপির এক সভায় বঙ্গবন্ধুকে রাজাকার, পাক বন্ধু, সখের বন্দী বলা ছাড়াও মুক্তিযুদ্ধ সম্বন্ধে কু-রুচিপূর্ণ বক্তব্য এবং মুক্তিযুদ্ধে শেখ মুজিবের কোন অবদান নেই উল্লেখে বক্তব্য দেন। যা মামলার বাাদীসহ সাক্ষীরা জাতীয় দৈনিক জণকন্ঠসহ বিভিন্ন পত্রিকায় দেখেছেন। এতে জাতির মানহানি হওয়ায় তিনি তাারেক রহমানকে আসামী করে মামলা করেন। ওই মামলায় পিরোজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি, সাধারন সম্পাদকসহ ১১ জন নেতৃস্থানীয় ব্যক্তি সাক্ষী থাকেন। মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী মামনুন হাসান খান জানান, আসামীর বিরুদ্ধে চার্জ গঠনের জন্য আজ দিন ধার্য ছিল। আসামী তারেক রহমানের বিরুদ্ধে ওই মামলায় চার্জ গঠনের কোন উপাদান না থাকায় আদালত মামলাটির খারিজ আদেশ দিয়ে তাকে অব্যাহতি দেন। এব্যাপারে পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হওয়ায় দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। যার ফল মিথ্যা অভিযোগের মামলায় দেশ নায়ক তারেক রহমানের অব্যাহতি। স্বৈর শাসক শেখ হাসিনা ও তার দোসররা বিএনপি তথা জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করতে গত ১৫ টি বছরে সাজানো ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা, ১০ ট্রাক অস্ত্র মামলাসহ হাজারো মামলা দিয়েছে। তিনি বলেন মামলা হামলা দিয়ে জনগনের দল বিএনপিকে দমানো যাবেনা।      

আপনার জেলার সংবাদ পড়তে