রাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে চাঁদপুর সরকারি কলেজ (চাঁসক) শাখা ছাত্রদল। এসময় সংগঠনটির নেতাকর্মীরা কালো ব্যাচ ধারণ করেন। সোমবার (২১ এপ্রিল) সকাল এগারোটায় কলেজ চত্বরে এ মানববন্ধন করে সংগঠনটির নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ঈমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল পাটোয়ারীসহ ছাত্রদলের জেলা, পৌর, উপজেলা এবং কলেজ শাখা নেতৃবৃন্দ।
কলেজ শাখা ছাত্রদলের এই কর্মসূচিতে বক্তারা পারভেজ হত্যার ঘটনাকে একটি পূর্বপরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করে হামলায় সরাসরি জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।