ক্ষেতলালে ছাত্রদল নেতা পারভেজ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

এফএনএস (মোঃ হাসান আলী মন্ডল; ক্ষেতলাল, জয়পুর হাট) : : | প্রকাশ: ২১ এপ্রিল, ২০২৫, ০৭:০৪ পিএম
ক্ষেতলালে ছাত্রদল নেতা পারভেজ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

ক্ষেতলাল সাঈদ আলতাফুন্নেসা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজন বিক্ষোভ সমাবেশের অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ এপ্রিল) সকাল ১০টায় কলেজ ছাত্রদলের সদস্য সচিব ইমরুল কায়েশ আকাশ এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি কলেজ মাঠ থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী ছাত্র ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজকে নৃশংসভাবে হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম পলাশ, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক মস্তফা মন্ডল মস্ত, ক্ষেতলাল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এম এ হাসান, সদস্য সচিব রাশেদুল ইসলাম, পৌর ছাত্রদলের সদস্য সচিব শামিউল ইসলাম শাহিন এবং কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নাদিম, ফরিদ প্রমূখ। বক্তব্য শেষে ছাত্রদল নেতারা সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW