শেরপুরে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ২১ এপ্রিল, ২০২৫, ০৭:৩১ পিএম
শেরপুরে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

শেরপুর সদর উপজেলার মির্জাপুর কান্দিপাড়া এলাকার ধানক্ষেত থেকে আব্দুল লতিফ (৫৫) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) সকালে বাজিতখিলা ইউনিয়নের  মির্জাপুর কান্দিপাড়া বিএম কলেজের পাশের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আব্দুল লতিফ শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের জামতলী গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। রোববার সকালে প্রতিদিনের মতো ৪ সন্তানের জনক আব্দুল তার ভাড়ায় ব্যাটারী চালিত অটোরিকশা নিয়ে যাত্রী পরিবহন করতে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি।

পুলিশ জানায়, সোমবার সকালে  মির্জাপুর কান্দিপাড়া এলাকার ধান ক্ষেতে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। পুলিশের প্রাথমিক ধারণা, অটোরিকশা ছিনতাই করে শ্বাসরোধে হত্যার পর মরদেহটি এখানে ফেলে রাখা হয়েছে।

শেরপুর পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে যে বা যারাই জড়িত হোক না কেন তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে