হোসেনপুর আ.লীগ সাধারণ সম্পাদক মোবারিছ গ্রেফতার

এফএনএস (উজ্জ্বল কুমার সরকার; হোসেনপুর, কিশোরগঞ্জ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০২৪, ০২:৪৪ এএম
হোসেনপুর আ.লীগ সাধারণ সম্পাদক মোবারিছ গ্রেফতার

কিশোরগঞ্জের হোসেনপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোবারিছকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত পৌনে ১টার দিকে জেলার হোসেনপুর পৌরসভার ঢেকিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে রাতেই কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তার মোবারিছ হোসেনপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি পৌরসভার ঢেকিয়া এলাকার বাসিন্দা। হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, কিশোরগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে কিশোরগঞ্জ মডেল থানায় দায়ের করা মামলার আসামি হিসেবে মোবারিছকে গ্রেপ্তার করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে