শেরপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ২২ এপ্রিল, ২০২৫, ০৪:০৬ পিএম
শেরপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয় সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। শহর প্রদক্ষিণ শেষে র‌্যালিটি জেলা প্রশাসক কার্যালয় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক এটিএম আমিনুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজা জেসমিন, সিভিল সার্জন প্রতিনিধি ডা. নাহিদ কামাল কেয়া, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হোসনে আরা, ঘুঘুরাকান্দি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মাজহারুল আনোয়ার প্রমুখ। এসময় বিভিন্ন এনজিও প্রতিনিধি, প্রতিবন্ধী স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে