প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্র ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার প্রতিবাদে এবং সকল খুনীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতকানিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) এ কর্মসূচীর আয়োজন করে উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী (ডিগ্রী) কলেজ ছাত্রদল। চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়কের পাশে জাফর আহমদ কলেজ গেইটে অনুষ্ঠিত এই মানববন্ধনে নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ রাশেদ উদ্দিন ও মোহাম্মদ অলিউল হোসেন রুবেল। আরো উপস্থিত ছিলেন উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা বিএনপি নেতা ফরিদুল আলম ফরিদ, সাবেক ছাত্রনেতা আব্দুস সবুর সায়েম, যুবদল নেতা আবদুস সাত্তার, যুবনেতা আজম আলমগীর,
কলেজ ছাত্রদল নেতা জোবাইর হোসেন নাদিম, ওমর ফারুক, মোহাম্মদ জুলফিকার, তানভীর হোসেন প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, মেধাবী নিরপরাধ ছাত্রদল নেতা পারভেজকে অন্যায়ভাবে নৃশংস কায়দায় হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।