ক্ষেতলালে পুকুর খনন করে মাটি বিক্রির দায়ে জরিমানা

এফএনএস (মোঃ হাসান আলী মন্ডল; ক্ষেতলাল, জয়পুর হাট) : : | প্রকাশ: ২২ এপ্রিল, ২০২৫, ০৭:১৪ পিএম
ক্ষেতলালে পুকুর খনন করে মাটি বিক্রির দায়ে জরিমানা

 জয়পুরহাটের ক্ষেতলালে অবৈধভাবে পুকুর খনন করে মাটি বিক্রি ও রাস্তা নষ্টের অপরাধে ২২ এপ্রিল মঙ্গলবার বেলা ২টায় এক ব্যক্তি পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জিন্নাত আরা। 

জানাগেছে, ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের পুকুর মালিক আব্দুল ওহাব ভাড়া করা এক্সকেভেটর (ভেকু) মেশিন দিয়ে অবৈধভাবে পুকুর খনন করে ট্রাকলরি যোগে দীর্ঘদিন ধরে ওই এলাকার বিভিন্ন যায়গায় মাটি বিক্রি করে আসছে। এতে ওই এলাকার গ্রামীন রাস্তা ঘাট ভেঙ্গে পরে। জনসাধারণ চলাচলে দূর্ভোগের সৃষ্টি হয়। ওই সড়ক দিয়ে যানবাহন চলাচলে বিঘ্নিত হওয়ার অভিযোগে সরেজমিনে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ওই পুকুর মালিকের এ জরিমানা করে।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জিন্নাত আরা বলেন, ক্ষেতলাল উপজেলায় কিছু মাটি বিক্রেতা নিয়ম বহির্ভূত পুকুর খনন করে আসছিল। এমন অভিযোগে মাটি বিক্রির অপরাধে দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে